রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচস্টেপ)

RHSTEP

সর্বশেষ:

Latest news

কর্ম কৌশল

বাংলাদেশে আরএইচস্টেপ মূলত নারী, পুরুষ, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (এসআরএইচআর) বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে। আর এই লক্ষ্যে আরএইচস্টেপ বিভিন্ন দাতাগোষ্ঠীর আর্থিক সহায়তা এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কারিগরী ও অবকাঠামো সহায়তা নিয়ে কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এসকল কর্মসুচি ও কৌশলের মধ্যে রয়েছে-

প্রশিক্ষণ:

আরএইচস্টেপ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে থাকে যার মধ্যে রয়েছে মূলত- এমআর প্রশিক্ষণ; রিফ্রেসার এম আর প্রশিক্ষণ; সিন্ড্রমিক কেস ম্যানেজম্যান্ট এন্ড প্রিভেনশন অব আরটিআই/এসটিআই/ প্রশিক্ষণ (০১ সপ্তাহ); পোষ্ট-এবরশন কমপ্লিকেশন ম্যানেজমেন্ট প্রশিক্ষণ;জীবাণুমুক্তকরণ পদ্ধতির প্রশিক্ষণ;জীবন দক্ষতা প্রশিক্ষণ; যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার শিক্ষা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণসমূহ পরিচালনার ক্ষেত্রে আরএইচস্টেপ-র রয়েছে দীর্ঘ প্রশিক্ষিত প্রশিক্ষক দল। পাশাপাশি সরকারের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞগণ এ সকল প্রশিক্ষণে সহায়তা প্রদান করে থাকেন।

প্রজনন স্বাস্থ্যসেবা:

আরএইচস্টেপ যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে মূলত এর সরকারি হাসপাতালস্থিত কেন্দ্রগুলোতে; স্থানীয় পর্যায়ে স্থাপিত কেন্দ্রের মাধ্যমে। আরএইচস্টেপ তার সেবা প্রদানের জন্য মূলত ‘দরিদ্রবান্ধব কৌশল’ গ্রহণ করেছে। আর এজন্য আরএইচস্টেপ সেবাকেন্দ্রগুলোতে সকল ধরনের সেবা ‘কমমূল্যে’ এবং অতি দরিদ্রদের ‘বিনামূল্যে’ প্রদান করা হচ্ছে। পাশাপাশি দুর্গম এলাকায় সেবা প্রাপ্তি নিশ্চিত করার কৌশল হিসেবে আরএইচস্টেপ পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলাতে এর কার্যক্রম সম্প্রসারণ করেছে। আরএইচস্টেপ সেবাকেন্দ্রগুলোতে যে সকল সেবা পাওয়া যাচ্ছে তাহলো- নিরাপদ এমআর সেবা; এমআর সমস্যা ব্যবস্থাপনা সেবা; নিরাপদ মাতৃত্ব সেবা; সিন্ড্রমিক কেস ম্যানেজম্যান্ট অব আরটিআই/এসটিআই; সাধারণ প্যাথলজি সেবা; জরায়ুমুখ ক্যান্সার এবং স্তন ক্যান্সার নিরূপনে সেবা; পরিবার পরিকল্পনা পদ্ধতি ও পরামর্শ সেবা; গর্ভপাত পরবর্তী সমস্যা ব্যবস্থাপনা; কিশোর/কিশোরীদের যৌন ও প্রজননস্বাস্থ্য সেবা; নারী, পুরুষ, শিশু নির্বিশেষে সাধারণ স্বাস্থ্যসেবা ইত্যাদি।

যৌন প্রজনন স্বাস্থ্য শিক্ষা/সচেতনতা:

যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক শিক্ষা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আরএইচস্টেপ মূলত কেন্দ্রের পাশাপাশি কেন্দ্রের বাইরেও কার্যক্রম পরিচালনা করছে। এরমধ্যে রয়েছে- কিশোর-কিশোরীদের জন্য স্কুল/মাদ্রাসায় বিভিন্ন সেসন পরিচালনা; কম্যুনিটিতে কিশোর-কিশোরী এবং বয়স্ক সবার জন্য সেসন পরিচালনা; গার্মেন্টস কর্মীদের জন্য সেসন পরিচালনা ইত্যাদি। এসকল সেসনে যে বিষয়গুলো আলোচিত হয় তারমধ্যে উল্লেখযোগ্য হলো- ব্যক্তিগত পরিচ্ছন্নতা; বয়সন্ধিকালীন পরিবর্তনসমূহ ও করণীয়; যৌন ও প্রজননস্বাস্থ্য এবং অধিকার; জেন্ডার ন্যায্যতা; মানবাধিকার; নিরাপদ এমআর সেবা; অনিরাপদ গর্ভপাত প্রতিরোধে করণীয়; পরিকল্পিত পরিবার গঠন পদ্ধতি; এইচআইভি ও এইডস সম্পর্কে জানা; জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে করণীয় এবং নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে করণীয় ইত্যাদি। এছাড়াও বিভিন্ন ধরনের তথ্যসমৃদ্ধ পোষ্টার, লিফলেট, প্যাম্পলেটসহ অন্যান্য শিক্ষা উপকরণের মাধ্যমেও সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চালানো হচ্ছে।

এডভোকেসি নেটওয়ার্কিং:

আরএইচস্টেপ যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ক বিভিন্ন ধরনের এডভোকেসি কার্যক্রমও এই কর্মসূচি অন্তর্ভূক্ত করেছে। এর মধ্যে রয়েছে, স্থানীয় শিক্ষক, অভিভাবকদের সাথে বৈঠক; স্থানীয় গণ্যমান্যদের সাথে আলোচনা; বিভিন্ন জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে বিষয়ভিত্তিক সেমিনার, কর্মশালা আয়োজন; সংবাদকর্মীদের সাথে আলোচনা; কিশোর-কিশোরীদের অংশগ্রহণে মেলা, বিতর্ক, সভা আয়োজন; বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ইত্যাদি এই কর্মকৌশলের অন্তর্ভূক্ত। আরএইচস্টেপ তার কার্যকালের এই সুদীর্ঘ সময়ে বিভিন্ন সংগঠনের সাথে কার্যকরী সম্পর্ক যেমন গড়ে তুলেছে তেমনি নিজেরা উদ্যোগী হয়েও বিভিন্ন সংগঠন গড়ে তুলেছে।